ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বুয়েটছাত্র ফাহাদ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
বুয়েটছাত্র ফাহাদ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার আবরার ফাহাদ রাব্বী

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. মনিরুজ্জামান মনির (২১) ও মো. আকাশ (২১)। দু’জনই আবরার হত্যা মামলার এজাহার নামীয় অভিযুক্ত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ডেমরা থেকে মনিরকে ও সন্ধ্যা ৬টায় গাজীপুরের বাইপাল থেকে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার মনির বুয়েটের পানিসম্পদ বিভাগের ১৬তম ব্যাচের এবং আকাশ একই ব্যাচের সিই বিভাগের ছাত্র।

এর আগে ফাহাদ হত্যার ঘটনায় বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে শামসুল আরেফিন রাফাত (২১) নামে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বুয়েটছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার (০৭ অক্টোবর) ১০ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর মঙ্গলবার ৩ জনকে নিয়ে এ ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করলো ঢাকা মহানগর পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।