গ্রেপ্তাররা হলেন- মো. মনিরুজ্জামান মনির (২১) ও মো. আকাশ (২১)। দু’জনই আবরার হত্যা মামলার এজাহার নামীয় অভিযুক্ত।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে ডেমরা থেকে মনিরকে ও সন্ধ্যা ৬টায় গাজীপুরের বাইপাল থেকে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার মনির বুয়েটের পানিসম্পদ বিভাগের ১৬তম ব্যাচের এবং আকাশ একই ব্যাচের সিই বিভাগের ছাত্র।
এর আগে ফাহাদ হত্যার ঘটনায় বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে শামসুল আরেফিন রাফাত (২১) নামে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বুয়েটছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার (০৭ অক্টোবর) ১০ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর মঙ্গলবার ৩ জনকে নিয়ে এ ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করলো ঢাকা মহানগর পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এজেডএস/জেডএস