মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে ইছামতি নদীতে দুই বাংলার হাজার হাজার মানুষ শত-শত নৌকায় ভাসায় আনন্দের ভেলা।
ইছামতি নদীর মাঝ বরাবর তারা নৌকায় ভেসে হাত নাড়িয়ে দুই বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে।
এছাড়া ইছামতির দুই পাড়ে দাঁড়িয়ে এ আনন্দে মেতে ওঠে এপার বাংলা-ওপার বাংলার লাখো মানুষ।
বাংলাদেশ অংশে এ উৎসবে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরিন, এনডিসি স্বজল মোল্লা, আরডিসি দেওয়ান আকরামুল হক প্রমুখ অংশ নেন।
সন্ধ্যায় ইছামতির ওপারে ভারতের টাকিতে আতশ বাজিতে মেতে ওঠে সাধারণ মানুষ।
তবে, শত আনন্দের মধ্যেও নিরাপত্তাজনিত কারণে এবারও মিলন মেলা থেকে বঞ্চিত হয়েছে দুই বাংলার মানুষ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএইচ