ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত আরও দু’জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত আরও দু’জনের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫ জনের মৃত্যু হলো। দুর্ঘটনায় আহত ১৩ জন এখনো ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ওই দু’জনের মৃত্যু হয়।

এর আগে, সোমবার (৭ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বাসটি বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিল।

নিহতরা হলেন- বাগেরহাট সদরের মাজার খানজাহান আলী গ্রামের নাছির হাওলাদারের স্ত্রী ফিরোজা বেগম (৩৬), কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মনছুর শেখের ছেলে লিটন শেখ (৩৫), গোপালগঞ্জের কোটালিপাড়ার তারাশী গ্রামের জেনারুদ্দিন শেখের ছেলে সামাদ শেখ (৪০) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসাদুজ্জামান (৩৪)।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এবিএম মহিউদ্দিন বাংলানিউজকে এ তথ্য  জানান।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে বাসটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হন বাসের কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরও একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।