ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
ফাহাদ হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ-মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

এরআগে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার সভাপতি এসএম ছাব্বির রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, মহানগরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন (টিটু), ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি এইচ এম সানাউল্লাহ, মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মাহবুব হোসেন, বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ, সরকারি বিএম কলেজ সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম প্রমুখ।

সমাবেশে বক্তারা ফাহাদ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।