সাতপাড় ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এ বাইচ দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়।
শত বছরেরও বেশি সময় ধরে প্রতিবছর বিজয়া দশমীর দিনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সরেঙ্গা, ছিপ, কোষা বাচারীসহ ২২টি বাইচের নৌকা অংশ নেয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ নৌকাবাইচ। অনুষ্ঠানে পুলিশ সুপার সাইদুর রহমান খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার কোটালীপাড়ার ঘাঘর নদীতে, কাশিয়ানীর কুমার নদে এবং রামদীয়া খালে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ উপলক্ষে সাতপাড়ে নদীর দুইপাড়ে বসেছে মেলা। মেলায় মিষ্টি, মাটির খেলনা, আসবাবপত্র, বাঁশ ও বেতের সরঞ্জাম, গহনার দোকানসহ বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসেন অস্থায়ী দোকানিরা। মিষ্টিপান, জিলাপি, ঘটিগরম চানাচুর কিনতে কেউই ভুল করেনি। দূর দূরান্ত থেকে উপভোগ করতে আসা দর্শকেরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন।
গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম বলেন, এটা একটি ঐতিহাসিক নৌকাবাইচ। এ উৎসব অব্যাহত থাকবে। এটা চলছে চলবে।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএইচ