মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিকিরহাট এলাকায় নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। হৃদয় ফুলতলার পয়গ্রাম এলাকার স’মিল শ্রমিক মো. জনির ছেলে।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক দুলাল মিয়া বাংলানিউজকে বলেন, হৃদয় ট্রলারে করে ভৈরব নদের সিকিরহাট এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে যায়। বিকেলে দু’টি ট্রলারের ধাক্কায় তিনজন নদীতে পড়ে যায়। দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ ছিল।
খবর পেয়ে নগরের নূরনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদে তল্লাশি শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের খুলনার সহকারী পরিচালক দুলাল।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমআরএম/আরআইএস/