মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) বোদা উপজেলার ধ্বনিপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে মাজেদুলের বৌভাতের খাবার খান স্থানীয়সহ পঞ্চগড়ের আত্মীয়রা।
খবর পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াছমিন ও পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী।
ডায়রিয়ায় আক্রান্ত ধ্বনিপাড়ার শাহজাহান ও চম্পা বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে বৌভাতের খাবার খেয়ে আমরা বাড়ি চলে আসি। রাতে বাড়ির হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এর পর মঙ্গলবার সকাল থেকে ডায়রিয়া শুরু হলে বাড়ির সদস্যরা হাসপাতালে নিয়ে আসে।
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক হারুনুর রশিদ জানান, এ ঘটনায় পঞ্চগড়ে ভর্তি হয়েছে ৫ জন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে পঞ্চগড় জেলা সিভিল সার্জন নিজামদ্দীন আহম্মদ বাংলানিউজকে জানান, খাদ্যে বিষক্রিয়া থেকে এমন সমস্যা হয়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ