নিষেধাজ্ঞার কারণে শেষ সময়ে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতেই ইলিশের কেজি প্রতি দাম নেমে এসেছে ৩০০ টাকায়। জেলার সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী নিউমার্কেটসহ বিভিন্ন উপজেলায় একই চিত্র।
দাম কম হওয়ায় সব বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়। মাইকিং করে মাছ বিক্রি করছেন আড়তদার ও খুচরা বিক্রেতারা।
এ কর্মসূচি বাস্তবায়ন কার্যকর করতে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তর সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বাজার ও নদীতে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ