মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিজয় চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দেবীগঞ্জে যাওয়ার সময় বিপরীতদিক থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আওয়ামী লীগ নেতা আজিজ নিহত হয়। ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
দেবীগঞ্জ থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএইচ