ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে ট্রাকচাপায় আ’লীগের নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
দেবীগঞ্জে ট্রাকচাপায় আ’লীগের নেতা নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় আব্দুল আজিজ সাহা (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিজয় চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দেবীগঞ্জে যাওয়ার সময় বিপরীতদিক থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আওয়ামী লীগ নেতা আজিজ নিহত হয়। ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

দেবীগঞ্জ থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।