মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া-বাগতিপাড়া পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি একই উপজেলার পুকুরিয়া বিলবাড়ি গ্রামের বধন হালদারের ছেলে।
আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীপক নামে এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, বাগতিপাড়া পূজামণ্ডপ থেকে তাদের প্রতিমা বের করে বির্সজনে নেওয়ার সময় মণ্ডপের সাজ-সজ্জায় ব্যবহৃত বৈদ্যুতিক তার বৃষ্টিতে ছিড়ে পড়ে যায়। বিষয়টি কেউ-ই খেয়াল করেনি। পরবর্তীতে প্রতিমাটি ট্রলিতে ওঠানোর সময় রতন বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায়।
‘এসময় তাকে বাঁচাতে গিয়ে অজিত হালদার, প্রশাদ, মধুমালাসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে অজিত ও মধুমালাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অজিতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ’
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত রতনের মরদেহ তার বাড়িতে রয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএ/