মঙ্গলবার (৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গোলপুকুরপাড় পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে।
নিহত শাওন ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ বাংলানিউজকে জানায়, প্রতিমা বিসর্জনের সময় শাওনসহ অনেকেই মণ্ডপে আনন্দ করছিল। ওই মুহূর্তে কে বা কারা শাওনের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাওনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।
তিনি বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, আনন্দ করার সময় একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জরানোয় হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শেষে সার্বিক বিষয় সম্পর্কে জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএ