মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গুনারীতলা ইউনিয়নের বালাভরাট এলাকা থেকে এই চাল উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ নিয়ে বালাভরাট এলাকায় অভিযান চালিয়ে গুনারীতলা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আমিনুল ইসলাম জুয়েলের দোকান থেকে কালোবাজারে পাচারকালে হাতেনাতে ১৩১ বস্তা চাল উদ্ধার করা হয়।
চাল উদ্ধার করা হলেও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএ/