ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাকচাপায় পারভেজ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ সদর উপজেলার জুগিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় জুগিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভেড়ামারা যাচ্ছিলেন পারভেজ। পথিমধ্যে তালবাড়িয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।