মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আটক আলামিন খন্দকার পাবনা জেলার দাশুড়িয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫’র অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বাংলানিউজকে জানান, সোনামসজিদ ধুপ-পুকুর এলাকায় অস্ত্র কেনাবেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে আলামিনকে হাতেনাতে অস্ত্রসহ আটক করে।
‘ওই সময় একটি ট্রাক জব্দ করা হয়। পরে আলামিনের কাছ থেকে সাতটি বিদেশি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগাজিন, ৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। ’
তিনি আরও জানায়, দীর্ঘদিন ধরেই অস্ত্রবিক্রির সঙ্গে জড়িত আলামিন। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএ/