ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যা: বুয়েটে বিক্ষোভ মিছিল-অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
ফাহাদ হত্যা: বুয়েটে বিক্ষোভ মিছিল-অবস্থান কর্মসূচি তড়িৎ প্রকৌশল পরিবারের ব্যানারে মৌন মিছিল। ছবি: শাকিল

ঢাকা: আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বুয়েটের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তড়িৎ প্রকৌশল পরিবারের ব্যানারে মৌন মিছিল করেন বুয়েটের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

এছাড়াও শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনকারীদের একজন নাম না প্রকাশ করার শর্তে বাংলানিউজকে বলেন, আমাদের পূর্বোক্ত আটটি দাবির সঙ্গে আরও দু’টি দাবি যুক্ত হবে। ১০ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। কিছুক্ষণ পরেই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ৮  দফার সঙ্গে আরও দু’টি দাবি তুলে ধরবো।

এ সময় শিক্ষার্থীরা, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না’ স্লোগানে শহীদ মিনার চত্বর মুখরিত করে তোলে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
কেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।