বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বুয়েটের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তড়িৎ প্রকৌশল পরিবারের ব্যানারে মৌন মিছিল করেন বুয়েটের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনকারীদের একজন নাম না প্রকাশ করার শর্তে বাংলানিউজকে বলেন, আমাদের পূর্বোক্ত আটটি দাবির সঙ্গে আরও দু’টি দাবি যুক্ত হবে। ১০ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। কিছুক্ষণ পরেই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ৮ দফার সঙ্গে আরও দু’টি দাবি তুলে ধরবো।
এ সময় শিক্ষার্থীরা, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না’ স্লোগানে শহীদ মিনার চত্বর মুখরিত করে তোলে।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
কেআর/এইচএডি