মঙ্গলবার (৮ অক্টোবর) মধ্যরাতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়েছ আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ ইউনিয়নের ছোটফৌদ গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বাংলানিউজকে জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ওয়েছ ঘটনাস্থলে নিহত হন। কয়েকদিন থেকে ট্রাকটি নষ্ট অবস্থায় ওইস্থানে দাঁড়ানো ছিল। নিহত ওয়েছ বাড়িতে ফেরার পথে পেছন থেকে ধাক্কা লেগে তার মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এনইউ/এফএম