নিহত পাঁচজন হলেন- নগরীর গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯), তাপস (৩২), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), রূপসা উপজেলার রাজাপুর এলাকার পরিমল ও নগরীর গ্যালাক্সির মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সুজন শীল (২৬)। এছাড়া অমিত শীল (৪০) ও দ্বীপ্ত নামে দু’জন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে ৪ জন বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে ও একজন মঙ্গলবার (০৮ অক্টোবর) গভীর রাতে মারা যান। নিহতদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হতাহতরা দুর্গাপূজার বিজয়া দশমীতে আনন্দ উপভোগ করতে গিয়ে মদ পান করেছিলেন। অতিরিক্ত মদ্যপানে তাদের এমনটি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে মাদকবিরুদ্ধে অভিযানের পরও খুলনায় এত মদ কোথা থেকে পাওয়া গেলো এমন প্রশ্ন ছুরছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯/আপডেট: ১৫১৫ ঘণ্টা
এমআরএম/এএটি