বুধবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর চাম্পাতলী বাজারের সামনে ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জি এম শামসুর নুর বাংলানিউজকে জানান, সকালে আব্দুল মজিদ বাড়ি ফিরছিলেন। পথে ফকিরের মোড়ে রংপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইট দিতে গেলে আব্দুল মজিদকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরএ