ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সকাল ১১টায় মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের সহকর্মী আহাদুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা মিরপুর-১৩ নম্বর সেকশনের পাঁচ নম্বর রোডে নির্মাণাধীন ছয়তলা একটি ভবনে কাজ করছিলেন। ওই ভবনের পাঁচতলায় রশি বেঁধে রড উঠানোর সময় পাশের বৈদ্যুতিক তারে লেগে দুলাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক সকাল ১১টায় মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুলালের ঠিকানা জানা নেই তার। তবে, মিরপুর-১৩ নম্বর সেকশন এলাকাতেই থাকতেন তিনি। রাজমিস্ত্রির সহযোগী হিসেবে চার-পাঁচদিন ধরেই তিনি ওই ভবনে কাজ করছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এজেডএস/এফএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।