বুধবার (০৯ অক্টোবর) সকাল ১১টার দিকে বগাবাড়ী এলাকার এইচ আর ফায়ার ফাইটিং নামের অগ্নিনির্বাপক সিলিন্ডারের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত আনিস হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটি থেকে বিভিন্ন শিল্প কারখানায় অগ্নিনির্বাপক সিলিন্ডার সরবরাহ করা হয়ে থাকে। সকালে দোকান খোলার কিছুক্ষণ পরেই হঠাৎ সেখানে মজুত রাখা সিলিন্ডারের মধ্যে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় দোকানে থাকা কর্মচারী আনিস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাঈদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরএ