বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের কাকদাছড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের কাকদাছড়ি এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের শরীরে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি তার মাথায় অন্যটি বুকে। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরএ