ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
পটুয়াখালীতে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীতে পৃথক বজ্রপাতে আনসার মৃধা (৫৫) ও আলাউদ্দিন সিকদার (৪৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে এবং কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নর মহল্লাপাড়া গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।  

বজ্রপাতের ঘটনায় চরবিশ্বাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসার মৃধার ছেলে আফছার মৃধা (২২) ও কলাপাড়ার ভ্যান শ্রমিক মিলন খান একই সময়ে আহত হয়েছেন।

চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসাইন মামুন বাংলানিউজকে জানান, সকালে বজ্রসহ বৃষ্টি হওয়ার সময় দুই নম্বর ওয়ার্ড মেম্বরের ভাই আনসার ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, একজন কৃষক মারা যাওয়ার খবর শুনেছি। তার পরিবারকে সরকারি সহায়তা করা হবে।  

স্থানীয় বাসিন্দা জহির জানান, বুধবার সকালে লালুয়া ইউনিয়নর মহল্লাপাড়া গ্রামের আলাউদ্দিন সিকদার বাড়ি থেকে ভ্যান নিয় বের হচ্ছিলেন। সকাল আটটার দিকে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতাল নিয় গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
মিলন খান কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মিলনের বাড়ি মরাউপাড়া গ্রামে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।