ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ‘দেশের স্বার্থে’ জীবন দিয়েছে উল্লেখ করে তাকে ‘শহীদ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের শিক্ষকেরা।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, ‘আবরার ফাহাদের হত্যায় আজ আমরা স্তম্ভিত।
জাতি স্তম্ভিত। বুয়েটের মেধাবীছাত্র ফাহাদকে পাঁচঘণ্টা পিটিয়ে হত্যা করা হয়েছে। এজন্য আমরা লজ্জিত। আমাদের একটা ছেলেকে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য জীবন দিতে হয়েছে। আমরা মনে করি, এ জীবন হচ্ছে স্বাধীনতার জন্য। সে শহীদের মর্যাদা পাবে।
সমাবেশ থেকে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসকেবি/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।