ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিতে  খুচরা ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

আজ বুধবার (৯ অক্টোবর) উপজেলার পশ্চিমবাজার, সাত্তার মার্কেট ও তার আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফোর্স এতে সহযোগিতা করে।

 

অভিযানে মূল্যতালিকা না রেখে পেঁয়াজের দাম বৃদ্ধি, মূল্যতালিকায় অতিরিক্ত দাম লিখে পেঁয়াজ বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অভিযানকালে সাত্তার মার্কেটের মেসার্স কাওছার স্টোরকে ২ হাজার, পশ্চিমবাজারের বাহার এন্টারপ্রাইজকে ২ হাজার, মদিনা স্টোরকে ১ হাজার টাকা ও হবিগঞ্জ স্টোরকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৯
বিবিবি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।