বুধবার (৯ অক্টোবর) নগরীর মোগলাবাজার ইউনিয়নের সুড়িগাঁও এলাকায় নিজ বাড়িতে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দিবাকর চক্রবর্তী ওই গ্রামের মৃত দেবজ্যোতি চক্রবর্তীর ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, তিনি সিলেট জেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন দিবাকর।
মরদেহে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানান সুরতহাল প্রস্ততকারী মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) দিপন চন্দ্র ।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এনইউ/কেএসডি/