ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
সিলেটে দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় নিজবাড়ি থেকে দিবাকর চক্রবর্তী (৩৭) নামে এক দলিল লেখকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) নগরীর মোগলাবাজার ইউনিয়নের সুড়িগাঁও এলাকায় নিজ বাড়িতে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দিবাকর চক্রবর্তী ওই গ্রামের মৃত দেবজ্যোতি চক্রবর্তীর ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, তিনি সিলেট জেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।

মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন দিবাকর।

মরদেহে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানান সুরতহাল প্রস্ততকারী মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) দিপন চন্দ্র ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এনইউ/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।