দুলাল হোসেন পুঠিয়ার বেলপুকুর থানার উত্তর কাজিপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে মহানগরের কাটাখালি থানার সুচরণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, দুলাল হোসেন মাদকসেবী ছিলেন। ১৫ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর আগেও তিনি এভাবে বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তাই বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করলেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি। দুপুরে সুচরণ এলাকার একটি আখক্ষেতের মধ্যে এক ব্যক্তির গলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু নিহতের শরীরের বিভিন্ন অংশ খসে কঙ্কাল বের হয়ে গেছে। কোনোভাবেই তাকে চেনা যাচ্ছিল না। শরীরে পোশাকেরও চিহ্ন নেই। পরে তার স্যান্ডেল ও ছাতা দেখে পরিচয় শনাক্ত করেন নিহত দুলালের ভাই রেজাউল ইসলাম। এ সময় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএস/ওএইচ/