ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ওজনে কারচুপি, মতিঝিলের ৩ পেট্রোল পাম্পের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
ওজনে কারচুপি, মতিঝিলের ৩ পেট্রোল পাম্পের নামে মামলা প্রতীকী ছবি

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির দায়ে তিনটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ সাজা দেওয়া হয়।

মামলা দায়ের করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন ও মেসার্স এ হাই অ্যান্ড কোং পেট্রোল পাম্প।

 

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এসময় বিএসটিআইর প্রকৌশলী মো. রেজাউল করিম, সহকারী পরিচালক ও প্রকৌশলী মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।