বুধবার (৯ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজ, হান্নান, জাহাঙ্গীর, রহিম ও দুলাল।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় নৌ পুলিশ নিয়ে মৎস্যবিভাগের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযানে নামে।
এ সময় ভোলার খাল পয়েন্টে মাছ ধরার অপরাধে জাল ও মাছ সহ ৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেকের এক বছর করে জেল দেয়।
৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএইচ