ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ স্মরণে খুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ফাহাদ স্মরণে খুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

খুলনা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত আবরার ফাহাদ স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন করেন খুবি শিক্ষার্থী ও শিক্ষকরা।

বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোমবাতি হাতে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তারা।

একইসঙ্গে তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রায় একঘণ্টা তারা শহীদ মিনারে অবস্থান করেন।

এ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমনসহ বেশ কয়েকজন শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।