বুধবার (৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ র্যাব-১১ এর একটি দল ২০১৮ সালের ৩০ জুলাই ফতুল্লার চিতাশাল এলাকায় নূর মোহাম্মদের পঞ্চম তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ বাবুলকে আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি ওয়াহিদুজ্জামানের দায়ের করা মামলায় আদালত রায় সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
এর আগে বাবুল আদালত থেকে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরআইএস/