ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

বরিশাল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় নগর বিএনপির দলীয় কার্যালয় থেকে বরিশাল মহানগর ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।  

কার্যালয় এলাকা ত্যাগ করার আগেই থানা পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

এসময় পুলিশের সাথে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয় বলেও জানা গেছে।  

এদিকে মিছিল পণ্ড হওয়ায় কার্যালয়ের সামনেই বিক্ষোভ করেন নেতাকর্মীরা।  

এর আগে সকালে বরিশালের ছাত্রদল সভাপতি রেজাউল কবীর রনির সভাপতিত্বে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমাযুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, এনামুল হক তছলিম, মাহমুদ তাজিল, আসাদ হাওলাদার, মঞ্জুরুল ইসলাম শাওন, ইলিয়াস ও মহিউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএস/কেএসডি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।