বুধবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় নগর বিএনপির দলীয় কার্যালয় থেকে বরিশাল মহানগর ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
কার্যালয় এলাকা ত্যাগ করার আগেই থানা পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।
এদিকে মিছিল পণ্ড হওয়ায় কার্যালয়ের সামনেই বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এর আগে সকালে বরিশালের ছাত্রদল সভাপতি রেজাউল কবীর রনির সভাপতিত্বে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমাযুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, এনামুল হক তছলিম, মাহমুদ তাজিল, আসাদ হাওলাদার, মঞ্জুরুল ইসলাম শাওন, ইলিয়াস ও মহিউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএস/কেএসডি/এমকেআর