বুধবার (৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। সিয়াম বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সিয়াম। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের একটি ডুবায় পড়ে যায় সিয়াম। অনেক খোঁজাখুজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লায়লা কামরুল বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে ছেলেটি পানিতে ডুবে মারা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি মৃত্যু কারণ জানা যাবে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময: ০২৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরআইএস/