বুধবার (৯ অক্টোবর) দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮৭ জনের মাঝে এসব হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।
হুইল চেয়ার ও ক্রাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহম্মদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌহিফকুর রহমান তপু, বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মো. কাওসার রহমান।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
কেইউএ/এবি/এমকেআর