নেহা খাতুন আশংকাজনক অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শশুর আব্দুর রাজ্জাক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সড়ক দুর্ঘটনার এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শ্বশুর আব্দুর রাজ্জাক তার মেয়ে নেহা ও পুত্রবধূ রানিকে নিয়ে গাংনী শহরে ফুসকা খেয়ে বাড়ি ফিরছিলেন। পোড়াপাড়া পৌছানোর পর মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর গৃহবধূ রানি খাতুন ছিটকে পড়েন। এসময় ট্রাকটি তার কোমরের ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রানি খাতুনকে মৃত ঘোষণা করেন। এছাড়া নেহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
বুধবার তার ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাংনী থানা পুলিশ মরদেহ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমকেআর/