বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়। শাহাজাহান টেকনাফের হ্নীলার সাত নম্বর ওয়ার্ডের নুরুল হুদার ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বাংলানিউজকে জানান, ধর্ষণ মামলার এক আসামি রঙ্গিখালী এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে শাহাজাহানকে আটক করা হয়।
১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাজানের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রয়েছে বলেও জানান র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) শেখ সাদী।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসবি/আরআইএস/