বুধবার (০৯ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এরা হলো, বরিশাল নগরের ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা ও পটুয়াখালী বাউফল উপজেলার ইন্দ্রকুল এলাকার মো. মকবুল আহম্মেদের ছেলে মো. জাহিদুল ইসলাম সুজন (১৯), নগরের জর্ডর রোডের বাসিন্দা ও শরীয়তপুরের ডামুড্যা এলাকার নাসির হোসেনের ছেলে আব্দুল হাদী (১৯) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী এলাকার মো. জানে আলমের ছেলে তারিকুল ইসলাম আবির (১৯)।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা গত ৩ অক্টোবর বরিশাল নগরে চাঁদমারি এলাকার তরিকুল ইসলামকে (১৭) কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনাটির পরের দিন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই সহকারি পুলিশ কমিশনার সাহেদ আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হলো।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএস/এমকেআর