বুধবার (৯ অক্টোবর) বিকেলে বন্দরের ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চাপাতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক কভার্ড ভ্যানটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে শুভ দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মদনপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মদনপুর থেকে আসা একটি কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরআইএস/