স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত ওই নারীর মরদেহটি উদ্ধার করে নলছিটি থানা পুলিশ।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার বহরমপুর এলাকায় একটি খালের সুইচগেটের উপর মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মাথাবিহীন মরদেহটিতে পচন ধরায় কেউ তাকে চিনতে পারছে না। কীভাবে এই নারীর মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব নয় বলেও জানান ওসি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি বেশ কয়েক দিন পূর্বে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়েছি।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএস/এমকেআর