এর আগে, গত সোমবার সন্ধ্যা থেকে নাব্যতা সংকটের কারণে সব ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর থেকে ছোট দুটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, চ্যানেলমুখে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। গত তিনদিন ধরে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা নিরসন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল কিছুটা উন্নতি ঘটে। এ নৌরুটে মোট ১৮টি ফেরি রয়েছে। এরমধ্যে সকাল থেকে ১১টি ফেরি চলাচল শুরু করেছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় ফিরে এসেছে চঞ্চলতা। আটকে থাকা পরিবহনগুলো ধীরে ধীরে পারাপার শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, সকাল থেকে ১০টি ফেরি চলছে। পরে আরও একটি ডাম্প ফেরিতেও আমরা পরিবহন লোড করে ছেড়েছি। ডাম্প ফেরি ঠিকমত চলাচল করতে পারলে সব ফেরিই চলবে আশা করি।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এনটি