বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহাতুল্লার শ্যালিকা মানুষিক প্রতিবন্ধী পারভীনা খাতুন (৪৫) হাড়ভাঙা মাদরাসা পাড়া এলাকার তৈয়বুল ইসলামের টং দোকানের সামনের চালার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
অপরদিকে, গোপালপুর গ্রামের আব্দুল ওহাবের স্বামী পরিত্যক্ত মেয়ে তহুরা বেগমের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তহমিনার মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এনটি