বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। অমরেশ উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মৃত কার্তিক দাসের ছেলে।
মৃত অমরেশের ভাতিজা অমেয় দাস বাংলানিউজকে বলেন, দশমী পূজার রাতে কাকা (অমরেশ) অতিরিক্ত মদ্যপান করেন। বৃহস্পতিবার ভোরে কাকা হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আব্দুর রশিদ বলেন, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ইউজি/ওএইচ/