বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্তে প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও অমিত, মিজানুর ও আরাফাতকে গ্রেফতার করা হয়েছে।
‘জড়িতদের গ্রেফতারে কে কী করছেন কিংবা কার কী সামাজিক অবস্থান সেসব দেখা হচ্ছে না। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হচ্ছে। ’
ঘটনার সময় কার কী ভূমিকা ছিল বা কোনোভাবে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে সকলের দায় উল্লেখ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার করেন তিনি।
***ফাহাদের রুমমেট মিজান আটক
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
পিএম/এএ