বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- একই গ্রামের ধেনুপালের ছেলে আনন্দ পাল (৪৫) ও ভজন পালের ছেলে গোপাল চন্দ্র পাল (৩৫)।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, বুধবার (৯ অক্টোবর) বিজয়া দশমীর দিন প্রতিমা বিসজর্ন শেষে আনন্দ করার সময় অতিরিক্ত মদপান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন আনন্দ ও গোপাল। পরে আনন্দকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে দু’জনই মারা যান।
এছাড়াও ওইদিন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে একই গ্রামের প্রায় ১০/১২ জন কালিহাতীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআরএস