বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ওই এলাকার ৫ নম্বর সড়কের একটি বাসা মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মো. বায়েজিদ (৪৭) ও তার স্ত্রী অঞ্জনা আক্তার (৪০) এবং তাদের ছেলে মো. ফারহান (১৭)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বায়েজিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বায়েজিদ ঋণের কারণে এ ঘটনা ঘটিয়েছেন কি না-পুলিশ তা তদন্ত করে দেখছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯/আপডেট: ১৬০০ ঘণ্টা
এজেডএস/এমএ