বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- সম্মিলিত ছাত্র সমাজের আশরাফ হোসেন আলো, ফাহিন, আদনাল, ইমরান, আবতাছি প্রমুখ।
বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ফাহাদের খুনিদের ফাঁসি দিতে দাবি জানান তারা।
গত রোববার (৬ অক্টোবর) রাতে বুয়েটের শেরে বাংলা হলে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থী ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআরএস