বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাসিম কবির।
সমাবেশে হকার্স নেতারা বলেন, আবরার ফাহাদের খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা কার্যকর করতে হবে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন, ভবিষ্যতে এমন ঘটনা কেউ ঘটানোর সাহস না পায়।
তারা বলেন, সন্ত্রাসী ও বহিরাগতদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গঠনের জন্য ছাত্র-শ্রমিক এবং হকারদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে হকাররা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করবে।
সমাবেশ থেকে ক্যাসিনো ও লুটপাটবিরোধী অভিযান অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান হকার্স ইউনিয়নের নেতারা।
সমাবেশের আগে ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে হকাররা মুক্তাঙ্গনে এসে সমবেত হন। এরপর সেখান থেকে মিছিলসহ প্রেসক্লাবের সমাবেশে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরকেআর/একে