ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

যমুনার ভাঙনে ২৮ পরিবারের ভিটে-মাটি নদীগর্ভে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
যমুনার ভাঙনে ২৮ পরিবারের ভিটে-মাটি নদীগর্ভে

টাঙ্গাইল: যমুনা নদীর পানি কমে যাওয়ায় এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তলোন করায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের বেলটিয়া ও গরিলা বাড়ি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে করে ফসলী জমি, রাস্তা ঘাটসহ ইতোমধ্যেই প্রায় ২৮টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনে দিশেহারা হয়ে পড়ছে নদী পাড়ের মানুষজন। ভাঙনের তীব্রতা এতো বেশি যে মানুষ তাদের বাড়ি ঘর সরানোর সময়টুকু পাচ্ছেনা।

ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাঙন কবলিতরা।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের বাঁধের বেলটিয়া বাড়ি এলাকায় নদী ভাঙন শুরু হয়। আস্তে আস্তে ভাঙন তীব্র আকার ধারণ করে।

বেলটিয়া গ্রামের সোলায়মান হাসান জানান, ভাঙ্গনের কবলে পরে তার দু’টি ঘর নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ এলাকায় বাঁধ হলে পরবর্তীতে ভাঙ্গন রোধ করতে সম্ভব হতো।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। সেখানে দ্রুতই জিও ব্যাগ ফেলা হবে। ভাঙন রোধে যা-যা করা দরকার সবই করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।