ভাঙনে দিশেহারা হয়ে পড়ছে নদী পাড়ের মানুষজন। ভাঙনের তীব্রতা এতো বেশি যে মানুষ তাদের বাড়ি ঘর সরানোর সময়টুকু পাচ্ছেনা।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের বাঁধের বেলটিয়া বাড়ি এলাকায় নদী ভাঙন শুরু হয়। আস্তে আস্তে ভাঙন তীব্র আকার ধারণ করে।
বেলটিয়া গ্রামের সোলায়মান হাসান জানান, ভাঙ্গনের কবলে পরে তার দু’টি ঘর নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ এলাকায় বাঁধ হলে পরবর্তীতে ভাঙ্গন রোধ করতে সম্ভব হতো।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। সেখানে দ্রুতই জিও ব্যাগ ফেলা হবে। ভাঙন রোধে যা-যা করা দরকার সবই করা হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএইচ