ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক গ্রেফতার

লালমনিরহাট: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় লালমনিরহাটের কালীগঞ্জে মোসলেম উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।  

এর আগে, দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেল লাইনের কালীগঞ্জ উপজেলার ভোটমারী স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোসলেম হাতীবান্ধা উপজেলার খোদ্দ বিছনদৈ গ্রামের মনির উদ্দিনের ছেলে।

ওসি রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ৪৫৬ নম্বর কমিউটার ট্রেনটি ভোটমারী স্টেশন এলাকার ২২ নম্বর গেট অতিক্রমের সময় ট্রেনের চালককে পাথর ছুড়ে মারেন মোসলেম। এসময় ওই রেল গেটের গেটম্যান বিনয় চন্দ্র রেল নিরাপত্তা বাহিনীর সহায়তায় মোসলেমকে গ্রেফতার করে জিআরপি থানা পুলিশে সোপর্দ করেন।  
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) রবিউল ইসলাম বাদী হয়ে গ্রেফতার ওই যুবকের নামে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময় ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।