স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যে বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে ছোবলে মারে। বিষয়টি তারা বুঝতে পেরে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন।
রামেক হাসপাতালের চিকিৎসক ডা. বেলাল হোসেন বাংলানিউজকে জানান, ভোর ৬টার পর স্বামী নূর ইসলাম এবং স্ত্রী মৌসুমি খাতুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাদের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মাসখানেক আগে একইভাবে বেলালের বাবা সিরাজউদ্দিনও মারা যান।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরএ