ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সাপের ছোবলে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
নওগাঁয় সাপের ছোবলে স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের ছোবলে বেলাল হোসেন (২৬) ও তার স্ত্রী মৌসুমী আক্তারের (২১) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যে বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে ছোবলে মারে। বিষয়টি তারা বুঝতে পেরে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন।

পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই বেলালের পরিবারের সদস্যরা সাপটি ধরতে সক্ষম হন।

রামেক হাসপাতালের চিকিৎসক ডা. বেলাল হোসেন বাংলানিউজকে জানান, ভোর ৬টার পর স্বামী নূর ইসলাম এবং স্ত্রী মৌসুমি খাতুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাদের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মাসখানেক আগে একইভাবে বেলালের বাবা সিরাজউদ্দিনও মারা যান।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।