শুক্রবার (১১ অক্টোবর) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ট্যাংকলরি মালিক-শ্রমিক নেতাদের বৈঠক শেষে নিজেদের মধ্যে আপাল-আলোচনা করে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেন শ্রমিক নেতারা।
ধর্মঘট প্রত্যাহারের পর খুলানার খালিপুরের কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানি তেল ডিপোতে ট্যাংকলরিতে তেল লোড শুরু হয়।
ট্যাংকলরি শ্রমিক আন্দোলন নিরসনের লক্ষ্যে শুক্রবার সকালে সাকির্ট হাউজে মালিক, শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের জরুরি বৈঠকে ডাকেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, জ্বালানি তেল মালিক সংগঠনের নেতা শেখ ফরহাদ হোসেন, হাবিবুর রহমান, ট্যাংকলরি শ্রমিক নেতা মো. নূরুল ইসলমা ও আলী আজিম এ বৈঠকে অংশগ্রহন করেন।
বৈঠকে দুই শ্রমিকের বিরুদ্ধে মামলাটি আইনগতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাংকলরি মালিক ও শ্রমিক নেতারা সংগঠনের কাশিপুরের কার্যালয়ে এক আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
উল্লেখ, খুলনা আড়ংঘাটা থানা এলাকায় গত ৪ এপ্রিল ট্যাংকলরির সড়ক দুর্ঘটনা ঘটে । এতে ২ পুলিশ কর্মকর্তা আহত হয়। এ মামলায় ট্যাংলরির দুই শ্রমিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলে গেল বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমআরএম/ওএইচ/